ড. ইউনূস ইস্যুতে জাতিসংঘের উদ্বেগ


শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সংক্রান্ত ইস্যুতে বাংলাদেশ থেকে পাওয়া রিপোর্টে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ উদ্বেগ জানান মহাসচিব অ্যান্তনিও গুঁতেরার মুখপাত্র স্টিফেন ডুজাররিক। তার কাছে ওই সাংবাদিক বৃহস্পতিবারের ব্রিফিংয়ে প্রশ্ন করেন- এদিন সকালে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেছেন, শাসকগোষ্ঠীর লোকজন তার গ্রামীণ সংশ্লিষ্ট সব অফিস দখল করেছে। আপনি জানেন যে, তার বিরুদ্ধে সরকার নতুন নতুন অভিযোগ দাখিল করেছে। এই গুরুতর পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিব কি অবহিত?
জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, আমরা খুব বেশি অবগত। আমি পুনর্বার বলবো যে, বহু বছর ধরে জাতিসংঘের একজন অত্যন্ত মূল্যবান অংশীদার মিস্টার ইউনূস। তিনি আমাদের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল সক্ষমতায়- উভয় ক্ষেত্রে আমাদেরকে পরামর্শ দিয়ে আসছেন। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা, টেকসই উন্নয়নলক্ষ্যমাত্রা এবং সাধারণভাবে আমাদের উন্নয়নমূলক কাজকে ঘিরে যেসব উদ্যোগ তা সমর্থন করেন তিনি। তাকে নিয়ে বাংলাদেশ থেকে যেসব রিপোর্ট আমাদের কাছে আসছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news