স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ


ঢাকা প্রতিনিধি : পবিত্র রমজান মাস উপলক্ষে অসচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ। বুধবার (১৩ মার্চ) বিকালে রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র মাঠে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী, বড় ইফতার মাহফিল না করে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সংগঠন প্রতিদিন অসহায়দের মাঝে ইফতার বিতরণ করছে।ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিপ্লব বড়ুয়াইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিপ্লব বড়ুয়াআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘পবিত্র রমজান মাসে আওয়ামী লীগ অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে। দলের সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়