ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী মেইল ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার রাত ৮টায় ফেনীর পুলিশ সুপার (এসপি) জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে ফাজিলপুর রেলক্রসিং এলাকায় বালুভর্তি একটি ট্রাককে ধাক্কা দেয় চট্টগ্রামগমী মেইল ট্রেন।নিহতরা হলেন- মো. আশিক, আবুল খায়ের (৩৫), চালক মিজান (৩২), রিপাত (১৬), সাজ্জাদ (১৬), দ্বিন মোহাম্মদ (২২)।চিওড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তাহের জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাততলা গ্রামের ১১ জন যুবক হাসানপুর স্টেশন থেকে ট্রেনে চট্টগ্রাম যাচ্ছিল ঈদের কেনাকাটা করার জন্য। ট্রেনটি ফেনীর ফাজিলপুর রেলক্রসিং এলাকায় গেলে বালুভর্তি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় রেলক্রসিং গেটে গেইটম্যান দায়িত্বরত ছিলেন না। এ সময় চট্টগ্রামগামী মেইল ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় গেটবেরিয়ার দাঁড়া অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী ট্রাক রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে।চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো. হাসান চৌধুরী বলেন, দুর্ঘটনার কারণটি আমরা খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে জেনেছি, গেইটম্যান ছিল না। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত