বাংলাদেশ বরিশাল

রাজাপুরে বিদ্যালয়ের ল্যাপটপ প্রধান শিক্ষকের বাসায়, ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে

WhatsApp Image 2025 07 05 at 15.02.39 524de6d3
print news

* তিন ক্লাসে পাঁচ শিক্ষক, ছয় শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর সদরের ৯৯ নং উঃ পূর্ব ছোট কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থী আছে মাত্র ছয় জন। আর এই ছয় শিক্ষার্থীকে পাঠদানের জন্য প্রতিষ্ঠানটিতে নিয়োজিত রয়েছেন পাঁচ জন শিক্ষক। ছয় শিক্ষার্থী আর পাঁচ শিক্ষক দিয়েই চলছে বিদ্যালয়ের কার্যক্রম। বিদ্যালয়ের ল্যাপটপ প্রধান শিক্ষক নিজের বাসায় রেখে ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে। এ ছাড়া অনিয়মের শেষ নেই এই প্রতিষ্ঠানে।

সরেজমিনে বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষগুলো ফাঁকা। বিদ্যালয়ে চার জন শিক্ষক উপস্থিত ছিলেন। সঙ্গে ছয় জন শিক্ষার্থীও উপস্থিত ছিল। এর মধ্যে তৃতীয় শ্রেণিতে চারজন, চতুর্থ শ্রেণিতে একজন ও পঞ্চম শ্রেণিতে একজন শিক্ষার্থী উপস্থিত। একটি শ্রেণিকক্ষে দেখা যায়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির দুইজন শিক্ষার্থী বসে গল্প করছেন। সেখানে কোনো শিক্ষক ছিলেন না। অন্য একটি শ্রেণিকক্ষে তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছিলেন একজন শিক্ষক।

দুপুর ২টা ১৫ মিনিটেও প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাজিরা খাতায় নেয়া হয়নি। সাংবাদিকরা হাজিরা খাতায় শিক্ষার্থীদের উপস্থিতি না থাকার কারণ জানতে চাইলে সাংবাদিকদের সামনে নিজেদের ইচ্ছেমতো হাজিরা দিতে দেখা যায় বিদ্যালয়ের শিক্ষকদের।
বিদ্যালয়টিতে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কাগজ-কলমে ৫১ জন শিক্ষার্থী দেখানো হলেও স্থানীয়দের মতে প্রতিদিন গড়ে ১০-১৫ জন শিক্ষার্থী উপস্থিত থাকে। বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকলেও তা চালু করেননি প্রধান শিক্ষক সাহিদা খানম। এমনকি বিদ্যালয়ের ল্যাপটপও নিজের বাসায় নিয়ে রেখেছেন। অভিযোগ রয়েছে, শিক্ষকরা দাপ্তরিক সময় মেনে বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। যখন খুশি তখন ছুটি দিয়ে বিদ্যালয় বন্ধ করে চলে যান।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক সাহিদা খানম বলেন, ‘আমার প্রতিষ্ঠানে কাগজ-কলমে ৫১ জন শিক্ষার্থী। এ থেকে প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী উপস্থিত থাকে। হাজিরা খাতায় প্রতিদিন হাজিরা দেয়া হয়, আজকে হয়তো কিছু খাতায় দেয়া হয়নি। আমার একজন শিক্ষক দিয়ে সমস্যায় আছি। মাল্টিমিডিয়া পেয়েছি এক মাস হয়েছে, এখনো সেট করতে পারিনি তাই বন্ধ। ল্যাপটপ প্রায়ই স্কুলে নেই, তবে ঈদের ছুটির পরে নিয়ে আসা হয়নি, কারণ আমাদের মূল্যায়ন পরীক্ষা চলছে।’ এবিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য তিনি অনুরোধ করেন।

এ বিষয়ে রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতার হোসেন বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে সরকারি ল্যাপটপ অবশ্যই বিদ্যালয়ে থাকতে হবে। শিক্ষার্থীদের হাজিরা ক্লাস চলাকালীন সময়ে নিতে হবে। এ ছাড়া বিদ্যালয়টির শিক্ষার্থী উপস্থিতি কমসহ সকল অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষককে শোকজ করা হবে।’

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র জানান, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.