আগুনে পোড়া অভিযান-১০ লঞ্চের নাম এখন আল আরাফ-৭
ঢাকা প্রতিনিধি : ঢাকা-মুলাদি নৌ রুটে যাত্রা শুরু করলো আগুনে পোড়া সেই অভিযান-১০ নামক লঞ্চটি। তবে এবার রুট পরিবর্তন ছাড়াও নৌ-যানটির নামটিও বদলে দেয়া হয়েছে। এটির নতুন নাম দেয়া হয়েছে এম.ভি আল আরাফ-৭। তবে ঢাকা-বরগুনা রুটে না গিয়ে একই মালিকের অভিযান-৩ নামক লঞ্চের প্রক্সি দিতে ঈদের আগেই ঢাকা-মুলাদি রুটে চলাচল শুরু করেছে। এর আগে গত […]