44cced28491089281a201e0c75a4caf3 65bf8b790bbc7 সংবাদ আন্তর্জাতিক

হুঁশিয়ারি হুথিদের

 অনলাইন ডেস্ক :ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর গতকাল শনিবার তৃতীয় দফায় যৌথ হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে। এই হামলায় সমর্থন দিয়েছে অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ড।একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ইয়েমেনের ১৩টি জায়গায় ৩৬টি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। […]