বরিশালে কুকুর জবাইর ঘটনায় থানায় অভিযোগ
মামুনুর রশীদ নোমানী,বরিশাল : বরিশাল নগরীর বটতলা বাজারে একটি কুকুর জবাই করে মাংস হিসেবে বিক্রির পূর্বেই স্থানীয়দের রোষানলে পড়ে পালিয়েছে অভিযুক্ত। জবাইকৃত কুকুরটি উদ্ধার করেছে অ্যানিমেল ওয়েলফেয়ার অব বরিশালের সদস্যরা। এ ঘটনায় পশু আইনে কোতয়ালী থানায় তাবাস্সুম নামের একজন ডাক্তার লিখিত অভিযোগ দিয়েছে ।এদিকে বটতলা মাংস বাজারের ব্যবসায়ীরা প্রকৃত ঘটনা উদ্ধার করে জড়িতদের শাস্তি দাবি […]