সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুন : মেঘ কী বিচার দেখে যেতে পারবে?
ডয়চে ভেলে : মালিবাগের কলেজ ছাত্রী রুশদানিয়া ইসলাম বুশরা হত্যার ১৬ বছর পর ২০১৬ সালে উচ্চ আদালত থেকে সব আসামি খালাস পেয়েছিল। ওই রায়ের পর তার মা লায়লা ইসলাম তখন বলেছিলেন, ‘এখন মনে হয়, বুশরা বলতে কেউ জন্মগ্রহণই করেনি। বুশরা নামে কেউ ছিল না, কেউ খুনও হয়নি।’ আর এই সময়ে এক দশক পর আইনমন্ত্রী আনিসুল […]