বরগুনায় সমাপনী খেলার মধ্যো দিয়ে শেষ হল ছগির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট


ইবরাহীম সোহেল, বরগুনাঃ বরগুনায় সমাপনী খেলার মধ্যো দিয়ে শেষ হয়েছে প্রয়াত ফুটবলার ছগির স্মরণে ছগির স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা ।বুধবার (৮ নভেম্বর) বিকালে বরগুনা জেলা স্টেডিয়াম মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় সৌরভ গণপাঠাগার ১-০ গোলে কড়ইতলা টাইগার্স একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছেন। স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি দুই দলেই বিদেশী নাইজেরিয়ান খেলোয়াড়রাও ছিলেন। খেলা দেখতে পুরো স্টেডিয়ামের গ্লারী জুড়েই উপচে পড়া ফুটবলপ্রেমী দর্শক ছিল।গত ১৯ অক্টোবর একই স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উল্লেখ্য যে, ছগির বরগুনা জেলা ফুটবল দলের খেলোয়ার ছিলেন। ২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। তাই তার স্মরণে বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এ টুর্নামেন্টের আয়োজন করে বরগুনা জেলা ফুটবল এসোসিয়েশন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news