জাপা নেতা রুহুল আমিন ও তার স্ত্রীর তথ্য চেয়ে ব্যাংকে দুদকের চিঠি


ইত্তেহাদ নিউজ,ঢাকা :বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ২০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ অনুসন্ধানে জাতীয় পার্টির (জাপা) নেতা এবিএম রুহুল আমিন হাওলাদার এবং তার স্ত্রী নাসরিন জাহান রত্নার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে আইএফআইসি ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর দেওয়া চিঠিতে তাদের মালিকানাধীন কে আর ফ্যাশন ইন্টারন্যাশনাল লিমিটেডের হিসাবের ঋণের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ মে) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে এবিএম রুহুল আমিন হাওলাদার এবং তার স্ত্রী নাসরিন রত্নার মালিকানাধীন ওই প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে চাহিদা করা নথি যথাসম্ভব সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেছেন অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মো. আব্দুল মাজেদ।
দুদক সূত্রে জানা যায়, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও রুহুল আমিন হাওলাদারের স্ত্রী নাসরিন রত্নার নামে থাকা বিভিন্ন অ্যাকাউন্টে প্রায় ২০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে সন্দেহজনক লেনদেনের তথ্য ধরা পড়লে, বিষয়টি খতিয়ে দেখতে দুদককে অনুরোধ করা হয়। ২০১৮ সাল থেকে এমন অনুসন্ধান কাজ শুরু করা হয়।
এর আগে ২০২২ সালের জানুয়ারিতে জিজ্ঞাসাবাদের জন্য জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং তার স্ত্রী নাসরিন রত্নাকে কয়েক দফা তলব করেছিল দুদক। যদিও তারা হাজিন হননি।
দুদকের একটি ঊর্ধ্বতন সূত্রে জানা গেছে, দুদকের তলবি নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রুহুল আমিন হাওলাদার উচ্চ আদালতে রিট দায়ের করেছেন। তাই রিট ফয়সালা না হওয়া পর্যন্ত রুহুল আমিন দুদকে উপস্থিত হবেন না বলে জানা গেছে।এ বিষয়ে জানতে রুহুল আমিনের ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়