কয়েক মাস পরেই অবসর নেওয়ার কথা ছিল পাইলটের


অনলাইন ডেস্ক : প্রায় তিন দশক ধরে বিমান চালাচ্ছেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল। বৃহস্পতিবার আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যে বিমানটি ভেঙ্গে পড়েছে, সেটির পাইলট ছিলেন তিনিই।
ক্যাপ্টেন সাবারওয়াল যে শুধুই দীর্ঘ দিন ধরে বিমান চালাচ্ছেন, তা নয়। তিনি ছিলেন একজন লাইন ট্রেনিং ক্যাপ্টেন বা এলটিসি।
সবথেকে অভিজ্ঞ পাইলটদেরই এই এলটিসি-র দায়িত্ব দেওয়া হয় তুলনায় কম অভিজ্ঞ পাইলটদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য।ক্যাপ্টেন সাবারওয়াল ৮২০০ ঘন্টারও বেশি আকাশে বিমান উড়িয়েছেন।চপ্রায় ৬০ বছর বয়সী এই পাইলটের কয়েক মাস পরেই অবসর নেওয়ার কথা ছিল।
ভারতের ইংরেজি সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অবসর নেওয়ার পরে ক্যাপ্টেন সাবারওয়াল ঠিক করেছিলেন যে তার ৮২ বছরের বাবার সঙ্গে আরও বেশি করে সময় কাটাবেন। তার বাবা ভারতের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র অবসরপ্রাপ্ত অফিসার।
মুম্বাইতে ক্যাপ্টেন সাবারওয়ালের এক প্রতিবেশী ওই সংবাদপত্রটিকে জানিয়েছেন যে “তিনি খুবই গম্ভীর থাকতেন, তবে নিয়মানুবর্তী ছিলেন। আমরা দেখতাম তিনি ইউনিফর্ম পরে যাতায়াত করছেন, তবে গাম্ভীর্য বজায় রাখতেন।ভেঙ্গে পড়া বিমানটির কো-পাইলট ছিলেন ক্লাইভ কুন্দর।
তার বিমান ওড়ানোর অভিজ্ঞতা প্রায় ১১০০ ঘণ্টা। যে বিমানটি ভেঙ্গে পড়েছে, সেই ড্রিমলাইনার চালানোর সার্টিফিকেটও ছিল তার।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।