শিক্ষা

বরিশালের ডক্টর তারিকুল ইসলাম সজিব’র পি এইচ ডি ডিগ্রী লাভ

sazib
print news

খবর বিজ্ঞপ্তি :
আমেরিকার নর্থ ক্যারোলাইনার বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করলেন বরিশালের ডক্টর তারিকুল ইসলাম সজিব । ডেনমার্ক এর কোপেনহেগেন ইউনিভার্সিটির প্লাণ্ট এন্ড এনভায়রনটাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পি এইচ ডি ডিগ্রী লাভ করেছেন বরিশাল জেলার উজিরপুরের তারিকুল ইসলাম সজিব । তার গবেষণার বিষয় ছিল Pollutants in surface specific urban runoff in Beijing, China. কোপেনহেগেন ইউনিভার্সিটির প্লাণ্ট এন্ড এনভায়রনটাল সায়েন্স ডিপার্টমেন্টের  Professor Peter Engelund Holm (Ph.D), Professor Hans Christian Bruun Hansen (Ph.D.) ও ইন্স্টিট্যূট অফ জিও গ্রাফিক সাইন্স এন্ড নাচারাল রিসরসেস, চাইনিজ একাডেমী অফ সায়েন্সেস, বেইজিং, চীন এর Professor Dr. Liang Tao এর তত্ত্বাবধানে তার গবেষণাকর্ম সুসম্পন্ন করেন। পি এইচ ডি গবেষণা থেকে ইতোমধ্যেই একাধিক প্রবন্ধ সর্বাধিক নামী আন্তর্জাতিক গবেষণামূলক জার্নালে প্রকাশিত হয়েছে।

ড. তারিকুল ইতিপূর্বে ডেনমার্ক সরকারের বৃত্তি নিয়ে ডেনমার্ক এর অরহুস বিশ্ববিদ্যালয় থেকে গবেষণায় সর্বোচ্চ গ্রেড নিয়ে Agro-Environmental Management এ এম. এস. সি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক গবেষণামূলক জার্নালে ও কনফেরেন্স সহ তার 12 টিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে তিনি বাংলাদেশ এর বড় শহরের পরিবেশ দূষণ নিয়ে গবেষণা করতে আগ্রহী । তিনি বাংলাদেশ জূট কর্পোরেশন এর অব : প্রাপ্ত সিনিওর অফিসার আবুল হাসান মৃধা ও হামিদা হাসান এর ছোটপুত্র । তিনি উজিরপুর প্রেস ক্লাব এর প্রাক্তন সহ সভাপতি ও বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর এ কর্মরত সহিদুল ইসলাম (নয়ন মৃধা) এর ছোট ভাই । তার চার বোন শিক্ষক তা পেশার সাথে জড়িত I তিনি দুই পুত্র ও এক কন্যার জনক তার সহ ধর্মিনী নিয়ে ডেনমার্ক থেকে আমেরিকায় বসবাস করতেছেন । তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *