জুয়েল শেখ , জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি পৌর সভায় জলাবদ্ধতা ও পানি নিস্কাশনের লক্ষে প্রায় ১৪ কোটি টাকা ব্যায়ে দানেজপুর হতে হরিহরপুর জলপাইতলী ব্রীজ ও হরিহরপুর আইয়ুব আলী বাড়ী হতে গোলাপের বাড়ী এবং গোপালপুর হতে মহিপুর খাড়ী পর্যন্ত ড্রেন ও রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। ১২ নভেম্বর রবিবার বিকেলে বাংলাদেশ মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন প্রজেক্ট ৩০টি পৌরসভা প্রকল্পের আওতায় পাঁচবিবি পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জয়পুরহাটের বাস্তবায়নে এসকল কাজের শুভ উদ্বোধন করেন পাঁচবিবি পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। এসময় উপস্থিত ছিলেন পৌরসভা প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোশাইদ আল আমিন সাদ, ৭নং ওয়ার্ড কাউসন্সিলর শাহীন মামুন সাইট ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মেহেদী হাসান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত