আল হাবিব, সুনামগঞ্জ :সুনামগঞ্জে চীফ জুডিশিয়াল আদালত ভবনসহ মোট ৬৬ টি উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সকল উন্নয়নমূলক কার্যক্রমের উদ্ধোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীসহ অন্যান্যরা।জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পসহ মোট ৬৬ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন।তবে তারমধ্যে অন্যতম সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল আদালত ভবন। কারণ দীর্ঘদিন যাবৎ আদালত ভবনের জায়গা স্বল্প হওয়ায় কষ্ট করে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে বিচার প্রার্থী সাধারণ মানুষদের যেমন কষ্ট হয়েছে তেমনি বিচারক কিংবা আইনজীবীদের কষ্ট পোহাতে হয়েছে প্রতিনিয়ত। তবে সেই সকল কষ্ট আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর করে দিলেন।সুনামগঞ্জের আইনজীবীরা জানান, আদালতের জায়গা স্বল্প হওয়ায় প্রতিনিয়ত আমাদের কিংবা বিচার প্রার্থী মানুষদের ভোগান্তি হতো কিন্তু সেই ভোগান্তি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরসন করেছেন সেই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। আজ সত্যি সুনামগঞ্জবাসী অনেক আনন্দিত।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত