জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি সভাপতির মতবিনিময়


আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নব নির্বাচিত সভাপতি জকিগঞ্জের কৃতি সন্তান নজরুল হক তাপাদার গতকাল বিকালে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে এক মতবিনিময় মিলিত হন। জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে নজরুল হক তাপাদার জকিগঞ্জের বিদ্যুতের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁর কর্মপরিকল্পনা ব্যাক্ত করেন।
প্রেসক্লাব নেতৃবৃন্দ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি নির্বাচিত হওয়াও নজরুল হক তাপাদারকে অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ তারেক আহমদ, নির্বাহী সদস্য আহমদ হোসাইন আইমান প্রমুখ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news