রংপুর প্রতিনিধি : সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম (গোলাম মোহাম্মদ) কাদের বলেছেন, কৃষি ব্যবস্থাকে বাঁচাতে হলে সারের দাম আরও সহনশীল মাত্রায় আনা প্রয়োজন। এজন্য তিনি সরকারপ্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সারের দাম কমেছে অথচ বাংলাদেশে দাম বেশি। কৃষক ফসল উৎপাদন করে দেশের কৃষি ব্যবস্থাকে যেভাবে সচল রেখেছে এবং দেশের মানুষের খাদ্য জোগান নিশ্চিত করেছে, তাতে সরকারের চেয়ে কৃষকের কৃতিত্বই বেশি।
সোমবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা কমিটির আহ্বায়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন মিয়া, জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়ানির, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সদস্য সচিব জেলা জাতীয় পার্টি, জাতীয় পার্টির মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জিএম কাদের আরও বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছেন, তাদের কথা বিবেচনা করে সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়া জরুরি হয়ে পড়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত