বাংলাদেশ বরিশাল

রাজাপুরে ডাকাতির মামলার সাজাপ্রাপ্ত আসামী বিএনপির কমিটিতে, নেতাকর্মীদের মাঝে ক্ষোভ

IMG 20250624 WA0029
print news

ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি :
ঝালকাঠির রাজাপুরে গালুয়া ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি
নিয়ে দলে অসন্তোষ দেখা দিয়েছে। এ কমিটিতে ঠাঁই হয়নি দলটির নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত এর অনুসারীদের। বিশেষ করে জ্যেষ্ঠ অধিকাংশ নেতা আহ্বায়ক কমিটি থেকে ছিটকে পড়েছেন। পদবঞ্চিতরা অভিযোগ করেছেন, কমিটিতে ডাকাতি মামলার দশ বছর সাজাপ্রাপ্ত আসামী আসামি যেমন আছেন, তেমনই আছেন ভবঘু‌রে ও আওয়ামী লীগের সুবিধাভোগীরাও।গত ১৪ জুন উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃতালুকদার আবুল কালাম আজাদ সাক্ষরিত গালুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি প্রকাশ পায়। আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনির মোল্লা নামে রাজাপুর ও ভান্ডারিয়া থানায় ডাকাতি ও চুরি মামলা রয়েছে।এর মধ্যে একটি ডাকাতি মামলায় মনির মোল্লার দশ বছরের সাজা রয়েছে।২০১৬ সালে চাড়াখালী ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান তালুকদার এর বসত ঘরে সংঘটিত ডাকাতি মামলার আসামী উক্ত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনির মোল্লা। যে মামলায় ২০১৭ সালে বিজ্ঞ আদালত মনির মোল্লাকে দশ বছরের সাজা প্রদান করে। এছাড়াও সদস্য সচিব মনির মোল্লার নামে ২০২৪ সালে নভেম্বর মাসে ভান্ডারিয়া থানায় চুরির মামলা চলমান রয়েছে।

IMG 20250624 132923

দলীয় সূত্র বলেছে, বিএনপিতে কয়েক বছর আগে ‘এক নেতা এক পদ’ নীতি গ্রহণ করা হয়েছে। অথচ সদ্য ঘোষিত আহ্বায়ক
কমিটিতে অধিকাংশ নেতা উপজেলা শ্রমিকদল ও যুবদল কমিটিতে পদেও আছেন।উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম আছেন আহ্বায়ক কমিটিতে এবং আওয়ামীলীগের শাসনামলে ছিলেন আওয়ামীলীগের সাথে।
নেতাকর্মীদের অভিযোগ আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন এবং ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন।
বিগত কমিটির সদস্য চান মেম্বার বলেন,এটা একটা পকেট কমিটি। ব্যক্তিগত পছন্দ, চাঁদাবাজ, চোর-ডাকাত,দখলদার ও সন্ত্রাসীদের পদায়ন করা হয়েছে। এক নেতা স্বাক্ষরিত কমিটি যেটা দলের গঠনতন্ত্র পরিপন্থী।
পদবঞ্চিত হওয়া বিগত কমিটির সদস্য সচিব টুটুল গাজী বলেন, পূর্ণাঙ্গ আহ্বায়ক ক‌মি‌টি গঠনে সাংগঠনিক নিয়মনীতি মানা হয়নি। আন্দোলন সংগ্রামে যাঁরা ছিলেন না, তাঁরাই কমিটিতে পদ পেয়েছেন। এত নিচু মানের কমিটি রাজাপুরে আর কোনো দিন দেখিনি।

এ ব‌্যাপা‌রে রাজাপুর উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক এ্যাডঃনূর হোসেন সাংবাদিকদের বলেন,আমি রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হওয়ার পর কোনো কাজে বা কোনো পরামর্শে আমাকে ডাকেনি।কিন্তু আমি আমার দায়িত্ব পালন করেছি।নেতাকর্মীদের নামে স্বৈরাচার হাসিনা সরকারের দেয়া ভুয়া মামলা গুলো দেখাশোনা করেছি।কিন্তু আমাদের রাজাপুরে যে সকল নেতাদের দ্বারা বিএনপি পরিচালিত হচ্ছে তারা স্বচ্ছ না।আহ্বায়ক কমিটিতে যারা আছে তাদের আত্মীয় স্বজন, যারা কথা বলতে পারছে না তাদের দিয়ে কমিটি পরিচালিত করাচ্ছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, অনেক সিনিয়র যোগাযোগ রাখেননি,যারা নিয়মিত যোগাযোগ রেখেছে তাদেরকে মূল্যায়ন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.