ফেনী জেল গেট থেকে বারবার গ্রেফতার, জেল সুপারকে তলব


অনলাইন ডেস্ক : আদালত থেকে মুক্তির পর জেল গেট থেকে একই আসামিকে বারবার গ্রেফতার করার ঘটনায় ফেনীর জেল সুপারকে তলব করেছেন আদালত। সোমবার ফেনী সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ এই আদেশ দেন।
জানা যায়, একজন আসামি সুফিয়ান ১৯ এপ্রিল গ্রেফতার হন। পরে ২৪ জুন তিনি দায়রা আদালত থেকে জামিনে মুক্তি লাভ করলে, ২৫ জুন জেল গেট থেকে তাকে পুনরায় আরেকটি মামলায় গ্রেফতার করা হয়। ওই মামলায় ২ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পর, ৩ জুলাই তিনি কারাগার থেকে বের হওয়ার সময় জেল গেট থেকে আবারও গ্রেফতার হন। এরপর ২৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পর শহরের হাসপাতাল মোড় থেকে তাকে আটক করে নতুন আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
আসামিপক্ষের আইনজীবী অভিযোগ করেন, আসামির জামিননামা জেলা কারাগারে পৌঁছানোর পর জেল সুপার আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকা সত্ত্বেও তাৎক্ষণিক মুক্তি না দিয়ে থানা পুলিশ, ডিবি পুলিশ এবং ডিএসবি পুলিশকে ফোন করে জেল গেট থেকে পুনরায় গ্রেফতারের ব্যবস্থা করেন।
একই ব্যক্তিকে আদালত থেকে জামিন নেওয়ার পর বারবার জেল গেট থেকে নতুন মামলায় গ্রেফতারের ঘটনাকে উদ্বেগজনক, বেআইনি, অসাংবিধানিক, একজন মানুষের মৌলিক অধিকার পরিপন্থী এবং পেশাগত অসদাচরণ হিসেবে উল্লেখ করেছে আদালত।
আদালতের ফরওয়ার্ডিংয়ে বলা হয়, উদ্বেগের সঙ্গে আদালত লক্ষ্য করছে যে আসামিসহ সম্প্রতি বহু ব্যক্তি জামিনে মুক্তি পাওয়ার পর কোনো যৌক্তিক কারণ ছাড়াই জেলখানার প্রধান গেট থেকে আটক হচ্ছেন, যার দায়ভার সম্পূর্ণভাবে জেল সুপারের ওপর বর্তায়।
এই প্রেক্ষিতে, কেন এই বেআইনি কাজের দায়ভার জেল সুপারের ওপর বর্তাবে না এবং কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না—এই মর্মে আগামী ৩১ জুলাই সকাল ১১টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে ফেনী জেলা কারাগারের জেল সুপারকে। প্রয়োজন হলে আদালত কর্তৃক উত্থাপিত সম্ভাব্য প্রশ্নের উত্তর দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এ বিষয়ে ফেনী কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, ‘জেল গেট থেকে একই ব্যক্তিকে বারবার গ্রেফতারের ঘটনায় আদালতের তলবের কথা মৌখিকভাবে শুনেছি, তবে এখনো আদেশের কপি দেখিনি।এদিকে, ফেনী জেলা কারাগারের জেল সুপার মো. আবদুল জলিল বলেন, ‘আদালতের আদেশের কথা শুনেছি। আদালত যেকোনো সময় আমাদের তলব করতে পারেন। আমি কোনো আসামিকে জেল গেট থেকে গ্রেফতারের ব্যবস্থা করিনি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর সঙ্গে আমি জড়িত নই।তবে আদেশের বিষয়ে সত্যতা যাচাই করতে ফেনীর আদালতের কয়েকজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।