সাবেক সিইসি নুরুল হুদার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু


বাসস : প্রশিক্ষণের নামে ৭ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে আজ এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণের নামে নীতি বহির্ভূতভাবে অর্থ ব্যয় করা হয়েছে। যাতে অর্থমন্ত্রণালয় ও কমিশনের নিজস্ব নীতিমালা মানা হয়নি। এর সাথে অভিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার, কমিশনারগণ, সচিব ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করা হবে।
কার কী ভূমিকা ছিল ও আরও কেউ জড়িত ছিল কিনা অনুসন্ধানে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দুদক।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।