বাংলাদেশ ঢাকা

ড্যাব নির্বাচনে ‘ডা. হারুন-ডা. শাকিল’ পরিষদের পূর্ণ প্যানেলের জয়

Dab 6897a65571438
print news

অনলাইন ডেস্ক : বাংলাদেশের চিকিৎসক সমাজের অন্যতম বড় সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শেষ হয়েছে উৎসবমুখর পরিবেশে। এবার নির্বাচনকে ঘিরে চিকিৎসক মহলে ছিল তুমুল আগ্রহ, কারণ এটি দেশের চিকিৎসা পেশাজীবীদের রাজনৈতিক অবস্থান ও নেতৃত্ব নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।

শনিবার (৯ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপিপন্থি চিকিৎসকদের ‘ডা. হারুন-ডা. শাকিল’ পরিষদ প্রতিদ্বন্দ্বী ‘ডা. আজিজ-ডা. শাকুর’ পরিষদকে হারিয়ে পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে। রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের মাঠে সকাল ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট ৩ হাজার ১৩১ জন ভোটারের মধ্যে ২ হাজার ৬০০ জন চিকিৎসক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সভাপতি পদে জয়ী হয়েছেন ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. হারুন আল রশিদ। মহাসচিব নির্বাচিত হয়েছেন জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও ড্যাবের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল। সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেয়েছেন জাতীয় অর্থপেডিক হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান। কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন জনস্বাস্থ্য ও পুষ্টিবিদ ডা. মো. মেহেদী হাসান। এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছেন অর্থপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দিপু।

ভোট গণনা শেষে শনিবার রাতেই নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। পূর্ণ প্যানেলে বিজয় নিশ্চিত করায় ‘ডা. হারুন-ডা. শাকিল’ পরিষদের সমর্থকরা মাঠেই উল্লাসে মেতে ওঠেন। সংগঠনের নেতারা বলেন, এই ফলাফল চিকিৎসকদের আস্থা ও ঐক্যের প্রতিফলন, যা ড্যাবকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.