ইত্তেহাদ নিউজ,অনলাইন : ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় পুলিশ তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। ওই বিস্ফোরণের সঙ্গে যুক্ত সন্দেহে গাড়ির মূল মালিককে আটক করেছে দিল্লি পুলিশ। ঘটনার পর থেকে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকার ঘটনাটিকে ‘উচ্চ গুরুত্বের নিরাপত্তা হুমকি’ হিসেবে বিবেচনা করছে।
সোমবার (১০ নভেম্বর) দিল্লির ঐতিহাসিক লালকেল্লার সংলগ্ন এলাকায় চলন্ত একটি হুন্দাই আই২০ গাড়ির ভেতর হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় গাড়িটি লাল সিগন্যালে থেমে ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, গাড়ির ভেতরে থাকা কোনো দাহ্য পদার্থ বা বিস্ফোরকই দুর্ঘটনার কারণ হতে পারে। ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং আশপাশের কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের জানান, ধীরে চলমান গাড়িটি ট্রাফিক সিগন্যালে থেমেছিল, ঠিক তখনই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর মধ্যে দুটি ব্যক্তিগত ও একটি সরকারি গাড়িও ছিল বলে জানা গেছে।
তদন্ত কর্মকর্তারা জানান, বিস্ফোরণ-ঘটিত গাড়িটির মূল মালিককে আটক করা হয়েছে, কারণ গাড়িটি এখনও তার নামেই নিবন্ধিত রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি ২০১৩ সালে গাড়িটি কিনেছিলেন এবং পরে তা দিল্লির আরেক ব্যক্তির কাছে বিক্রি করেন। সেই ব্যক্তি সম্প্রতি আবার গাড়িটি তৃতীয় এক ক্রেতার কাছে বিক্রি করেছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, গাড়িটির সর্বশেষ ক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে দুই ব্যক্তিকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাতে গাড়ির চলাচল ও মালিকানা হস্তান্তরের পেছনের কোনো সন্দেহজনক যোগাযোগ আছে কি না তা জানা যায়।
স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, বিস্ফোরিত গাড়িটির নম্বরপ্লেট ভারতের হরিয়ানা রাজ্যের। এতে ধারণা করা হচ্ছে, গাড়িটি দিল্লির বাইরে থেকেও আনা হতে পারে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ফরেনসিক দল এসে প্রমাণ সংগ্রহ করছে। বিস্ফোরণের ধরন দেখে বিশেষজ্ঞদের ধারণা, এটি পরিকল্পিত হামলা হতে পারে, যদিও এখনো কোনো সংগঠন দায় স্বীকার করেনি। এ ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উচ্চপর্যায়ের বৈঠক আহ্বান করেছেন। বৈঠকে দিল্লির শীর্ষ পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, আর তল্লাশি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে রাজধানীজুড়ে। তথ্যসূত্র: আল-জাজিরা।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত