পোলট্রি ব্যবসা করে সচ্ছল নারী উদ্যোক্তা সখি আক্তার
ইত্তেহাদ নিউজ,ঢাকা : মাত্র ১৩ হাজার টাকা দিয়ে পোলট্রি ব্যবসা শুরু করে বর্তমানে মাসে ২ লাখ টাকা আয় করেন আড়াইহাজারের সখি আক্তার নামের এক নারী উদ্যোক্তা । তিনি উপজেলা দড়ি বিশনন্দী গ্রামের মো. আলীর স্ত্রী। জানা গেছে, সখি আক্তারের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার এক মধ্যবিত্ত পরিবারে। বর্তমানে তার স্বামীর বাড়ি দড়ি বিশনন্দীতে বসবাস করছেন। তার বাবা […]