আদিতমারীতে জাতীয় সমবায় দিবস পালন


শাহজাহান সুমন :আদিতমারী সমবায় অফিস চত্বর হতে বের হয়ে উপজেলা চত্বরের সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জিআর সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সমবায় অফিসার ফজলে এলাহি। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম,ভাদাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ মোফাজ্জল হোসেন,জাগোনারী প্রগতির নির্বাহী পরিচালক সামছুন্নাহার মিলি ও আদিতমারী কৃষি সেবাদানকারী সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সম্পাদক আঃ কাইয়ুম প্রমূখ।
আলোচনা সভা শেষে আরাজী দেওডোবা স্বর্ণামতি সার্বিক সমবায় সমিতির সভাপতি আব্দুল আহাদকে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে পুরস্কৃত করা হয়। এছাড়াও সফল সমবায়ী হিসেবে আদিতমারী কৃষি সেবা দানকারী সার্বিক সমবায় উন্নয়ন সমিতির শাহিনুর রহমান, রাসেল মিয়া, ও সাফল্য সৌখিন সমবায় সমিতি, যমুনা ব্যাবসায়ী সমিতি, আলোকিত কালার চওড়া পল্লী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতিসহ সফল সমবায়ীদের উৎসাহ প্রদান ও কাজের স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধিত করেছে সমবায় অফিস।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news