মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি : নলছিটিতে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ৪ নভেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু-এমপি। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম,জেলা আ'লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান,সহকারি কমিশনার (ভুমি) সমাপ্তি রায়,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর,কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন প্রমুখ। পরে প্রধান অতিথি উপস্থিত কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩৯৪৫ জন কৃষকের মাঝে বিনামূল্যেগম,ভুট্টা,সরিষা,সূর্যমুখি,সয়াবিন, মুগ, মসুর,খেসারির বীজ ও সার বিতরন করা হয়েছে। এর আগে "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নলছিটি উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে সরকার । স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা চারটি ভিত্তি নির্ধারণ করেছি-স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকার। সমবায়ের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন করে স্মার্ট নাগরিক এবং স্মার্ট সমাজ তথা অর্থনীতিকে স্মার্ট করে গড়ে তোলা সম্ভব বলে আমি বিশ্বাস করি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত