বাংলাদেশ রাজশাহী

বাগমারায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের উদ্বোধন করলেন এমপি এনামুল হক

received 780362977190113
print news

মোঃ মিঠু সরকার,বাগমারা, রাজশাহী : রাজশাহীর বাগমারায় জেল হত্যা দিবসে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার বিকেল ৪ টায় গোয়ালকান্দি ইউনিয়নের তালতলী বাজারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক ফিতা কেটে এবং উদ্বোধনী ফলক উন্মোচন করে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের কার্যালয়ের উদ্বোধন করেন।পরে কার্যালয়ের সামনে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের সভাপতি আবেদ আলী মোল্লার সভাপতিত্বে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠত হয়। শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রাজুর পরিচালনায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল আলী খরাদি প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, চেয়ারম্যান আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সদস্য হাবিবুর রহমান মটর, আমজাদ হোসেন মৃধা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন খাতুন, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাজমুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, গোয়ালকান্দি ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মনোয়ার বেগম, সাধারণ সম্পাদক আজতারা বিবি প্রমুখ। আলোচনা শেষে জাতীয় চার নেতা সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *