মো খোকন মিয়া , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় “বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা ” শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে।শনিবার(৪ নভেম্বর ) সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ মনির হোসেনের পরিচালনায় জেলা প্রশাসক পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোনাহর আলী, জেলা সমবায় অফিসার নওয়াজ শরীফ মজুমদার ও ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি এম.এ.এইচ মাহবুব আলম, পিপি এড. মাহবুবুল আলম খোকন প্রমুখ।আলোচনা সভায় বিভিন্ন শ্রেনীপেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত