মনোহরদীতে আওয়ামী লীগে ৫ মনোনয়ন প্রত্যাশী,বিএনপিতে ৩ ও জাপায় ১


সাইফুর নিশাদ ,মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ আসনে দলীয় মনোনয়ন প্রার্থীতায় আওয়ামী লীগ থেকে ৫ জন ও বিএনপি থেকে ৩ প্রার্থীর নাম এখানে আলোচনায় রয়েছে। এতে দলীয় মনোনয়ন লাভে বর্তমান এমপি শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাংগঠনিকভাবে অগ্রগামী রয়েছেন বলে মনে করা হচ্ছে।এ ছাড়া ভাবমূর্তিতেও মন্দ অবস্থান নেই তার। দীর্ঘ রাজনৈতিক সংশ্লিষ্টতা সাংগঠনিক তৎপরতা ও বর্তমান মন্ত্রীত্বসহ সবকিছুতেই তার পাল্লা ভারী বলে মনে করা হচ্ছে। আওয়ামী লীগ থেকে আরেক দলীয় মনোনয়ন প্রার্থী এখানে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি ডাঃ আব্দুর রউফ সরদার।২০০১ পরবর্তী বিএনপির শাসনামলে তাদের দমন নীতির শিকার এলাকার দলীয় নেতাকর্মীদের উদারহস্তে চিকিৎসাসেবা সহায়তাসহ নানা সহযোগীতা নিয়ে পাশে দাঁড়ান তিনি।দুঃসময়ে পাশে থাকার বিষয়টি দলীয় নেতা কর্মীদের অনেকেই এখনো অকপটে তা স্বীকার করেন। এক প্রশ্নের জবাবে রউফ সরদার জানান,মনোনয়ন লাভের ব্যাপারে তিনি বেশ আশাবাদী। এখানে দলীয় মনোনয়ন প্রার্থীতার দৌড়ে আরেকজন হচ্ছেন মনোহরদী উপজেলার ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু।আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী লেঃ জেঃ(অবঃ) নূর উদ্দীন খানের উত্তরসূরী হিসেবে তার পরিচিতি যেমন রয়েছে তেমনি একটি পৃথক গ্রহনযোগ্যতাও রয়েছে তার।উপজেলা চেয়ারম্যান হিসেবেও তার রয়েছে একটি ক্লীন ইমেজ।তিনি আশাবাদী,দল তাকে মনোনয়নের জন্য অবশ্যই বিবেচনা করবে।আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রার্থীতায় এখানে আলোচনায় রয়েছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন।দলীয় নেতাকর্মীদের কাছে তার গ্রহনযোগ্যতাও কম নয়। সাংগঠনিক দক্ষতায় পিছিয়ে নেই তিনি।
দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম এখানে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম। জনসংযোগে এলাকায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।সাবেক ছাত্রনেতা হিসেবে দলীয়ভাবে তারও একটি নিজস্ব পরিচিতি রয়েছে। অপরদিকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিএনপিতে এখন পর্যন্ত সম্ভাব্য ৩ প্রার্থীর নাম মাঠে আলোচনায় রয়েছে।তাদের মধ্যে দোর্দন্ড দাপুটে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলের নামটি বেশ জোরালোভাবেই উচ্চারিত হচ্ছে।বকুল জানান,তার দৃঢ় বিশ্বাস সাবেক ৩ বারের এমপি ও বিগত দিনের সাংগঠনিক কর্মকান্ডের ভিত্তিতে দল অবশ্যই তাকে বিবেচনা করবে। বিএনপিতে আরেক শক্তিশালী মনোনয়ন প্রার্থী বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্ণেল (অবঃ) জয়নুল আবেদীন। দলীয়ভাবে এবং সাধারন্যেও তার একটি বিশেষ ক্লীন ইমেজ রয়েছে।এ ছাড়া যুব উন্নয়নের মহাপরিচালক থাকাকালীন এলাকায় তার অনেক উপকারভোগীও রয়েছেন। বিএনপির আরেক মনোনয়ন প্রার্থী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।দলের তরুন নেতা কর্মীদের কাছে তার একটি আলাদা গ্রহনযোগ্যতা লক্ষ্য করা গেছে।
এদিকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন লাভের ক্ষেত্রে বেশ জোড়ালোভাবেই নাম শুনা যাচ্ছে আলোকিত মানুষ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমিন সুলতানা তুলি খানের। তিনি দীর্ঘদিন ধরে অসহায় দরিদ্র মানুষের জন্যে কাজ করে যাচ্ছেন। ফ্রি চিকিৎসা থেকে নিয়ে অসহায় দরিদ্র মানুষকে নানা উপায়ে দক্ষতা বৃদ্ধির জন্যে প্রশিক্ষন দিয়ে যাচ্ছেন। দলের জন্যে ত্যাগ এ বিভিন্ন সাংগঠনিক দক্ষতার নৈপ্যুন্যের ফলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পদ লাভ করেন। মনোহরদীতে বর্তমানে আলোচিত একটি নাম। তিনিও মনোনয়ন পাবেন বলে আশাবাদী।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news