এম শাহজাহান, শেরপুর : "পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর শনিবার দুপুরে থানা চত্তরে এর আয়োজন করা হয়। ঝিনাইগাতী থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া'র সভাপতিত্বে থানার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসআই রাজীব ভৌমিক এর সঞ্চালনায় কমিউনিটি পুলিশিং ডে এর গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম। এসময় ওসি (তদন্ত) আবুল কাশেম, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি মো. আনোয়ার উল্লাহ (আনারুল্লাহ), সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী থানা চত্তর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় থানা চত্তরে এসে শেষ হয়। র্যালী ও আলোচনা সভায় থানার বিভিন্ন কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুলিশিং কমিটির সদস্য ও গ্রাম পুলিশগণ অংশ গ্রহন করেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত