ঝালকাঠির শ্রেষ্ঠ সিপিও অফিসার এস আই শহীদুল ইসলাম


মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি : ঝালকাঠি জেলার কমিউনিটি পুলিশিং(সিপিও) -২০২৩ এর শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন নলছিটি থানার এসআই শহীদুল ইসলাম। ৪ নভেম্বর নভেম্বর শনিবার জেলা পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মান সূচক ক্রেষ্ট তুলে দেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ও পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। এ সময় উপস্থিত ছিলেন, ,জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. গোলাম রসূল ও সাধারণ সম্পাদক আবদুল মান্নান।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।