লাতিফুল আজম,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারাীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের পাড়ের হাটের সততা ট্রেডার্স এন্ড সন্স’র মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ বাজারস্থ সাজ্জাদ বাইকের স্বত্তাধিকারী সাজ্জাদ হোসেনের অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান। জানা গেছে,সাজ্জাদ হোসেন গত শুক্রবার রাতে তার এক আত্মীয়র বিয়ের বাড়ীতে ৪ কার্টুন সেভেন আপ (পানীয় দ্রব্য) নিয়ে যান। বিয়ের বাড়ীতে আসা বরযাত্রীদের খাবার টেবিলে সেই সেভেন আপ পরিবেশন করলে বরপক্ষের একজনের চোঁখে বোতলের মেয়াদোত্তীর্ণ তারিখ দেখতে পান এবং সকল বোতল চেক করেন। এতে সকল বোতলের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ দেখতে পেয়ে অনেকেই সেই পানীয় দ্রব্য ফেলে দিয়ে মেয়ে পক্ষকে গালি দেন। বিষয়টি জানার সাথে সাথে ব্যবসায়ী সাইফুল ইসলামের দোকানে সেই পন্যসহ জানা হলে তিনি তা অস্বীকার করেন এবং সাজ্জাদ হোসেনকে আইনী ব্যবস্থা নেয়ার জন্য হুমকি দেন। রবিবার সাজ্জাদ হোসেন সেই পন্যসহ সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমানকে অভিযোগ দিলে সেই অভিযোগের ভিত্তিতে ওই দোকানে গিয়ে অভিযান পরিচালনা করা হলে সেই অভিযোগের সত্যতা পান ম্যাজিষ্ট্রেট। তার দোকানে অন্যান্য পন্য দেখা হলে প্রান কোম্পানীর লাচ্চির মেয়াদোত্তীর্ণ কার্টুন পাওয়া যায়। এ সময় সততা ট্রেডার্সের মালিক চাঁদখানা ইউনিয়নের ডোঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে অবসর প্রাপ্ত সেনা সদস্য সাইফুল ইসলাম বাবু বিষয়টি নিয়ে ভুল স্বীকার করলে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী তাকে নগদ ৬ হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী বলেন,বাজারে নিয়মিত অভিযান অব্যাহত আছে। বাজার নিয়ন্ত্রনের জন্য আমরা মনিটরিংয়ে আছি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত