আশাদুজ্জামান আশা,বগুড়া : কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দিতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় কামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন মহাসিনের উদ্যোগে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মমিন মহসিনের সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৫ আসনের বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শেরপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আল মাহমুদ কমল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের শেরপুর উপজেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম তারেক, পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পদ্মার ববি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম, আওয়ামী লীগ নেতা আবু তালেব আকন্দ, টুলু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা লায়লা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সরকার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খামারকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আফাজ উদ্দিন লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গালিব সরকার, শেরপুর সরকারি ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান, এ সময় এলাকার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এই শান্তি সমাবেশে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনসমূহের উপজেলা নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ জন সাধারণের ব্যাপক ও উপস্থিতি লক্ষ্য করা যায়।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত