সরাইলে তিন বছরের শিশু ধর্ষণে শিকার


মো খোকন মিয়া,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরাইলের সাড়ে তিন বছরের শিশু কে ধর্ষণের অভিযোগে আববদ মিয়া(১৬) নামের এক কিশোরের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে।বুধবার(৮ নভেম্বর) রাত ১১ টায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সরাইল থানায় মামলা করেন। অভিযুক্ত আবিদ মিয়া সরাইল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া গ্রামে জোড়াশা এলাকার জসিম উদ্দিনের ছেলে।সংশ্লিষ্টসূত্র ও শিশুর মা জানান, গত মঙ্গলবার দুপুরে ১ টার দিকে প্রতিদিনের মত পাশের বাড়ির শিশুদের সাথে খেলা করতেছিল। এসময় অভিযুক্ত আবিদ শিশুটিকে বাড়ির পাশে ধানের জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুর চিৎকারে শুনে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই আবিদ পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করে চিকিৎসা করানো হচ্ছে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ করে মামলা দায়ের করেছে শিশুটির পরিবার। আসামীকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news