অন্য মানুষ : রোকসানা ইসলাম
আমরা এখন ভিন্ন ঘ্রাণে বাঁচি
অন্য মানুষ অন্য ঘর
অন্য শরীর তুইতো নস
অন্য পুরুষ আমার বর।
তোর গল্পে আমি যখন
ছলনাময়ী নারী
তুই কি জানিস তোর জন্য
হৃদয় পুড়ে তার'ই।
তোর দুচোখে আমার তরে
ছিলো মুগ্ধতা
সেই চোখে তে একই মানুষে
এখন যে ঘৃণা।
তুই কি জানিস ভাগ্য মানিস
ছিলাম না আমি তোর
ভাগ্যে থাকলে তোর আমারও
হতো সুখের ঘর।
আমি তোকে ঠকায়নি কভু
নিজেই গেছি ঠকে
তিক্ত বাস্তবতা ছিনিয়ে নিলো
আমার থেকে তোকে।
তুই কি ভাবিস সুখেই আমি
অন্য কারোর বুকে
তোকে ছাড়া নিঃস্ব আমি
মরছি গোপন ধুকে।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত