কাঠালিয়ায় কথিত পদত্যাগকারীরা দলের কেহ নয় : বিএনপি


ঝালকাঠি প্রতিনিধি : কাঠালিয়া উপজেলায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নামে কথিত পদত্যাগকারীদের দলীয় কোন পদপদবী নেই। গণমাধ্যমের নিকট দাবী করা যুবদলের সহ-সভাপতি, সম্পাদিক পদ থাকার কোন কারন নেই। জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার এবং সদস্য সচিব এ্যাড. মোঃ আনিসুর রহমান খান স্বাক্ষরিত কাঠালিয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির আহবায়ক হচ্ছে সফিকুল ইসলাম রাসেল সিকদার এবং সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন। তাহাতে আহবায়ক কমিটিতে সহ-সভাপতি বা সম্পাদক বা অন্য কোন পদের পরিচয় দেয়া ভিত্তিহীন। বিগত ২৫ নভেম্বর আন্দোলনে নিস্ক্রিয় থাকায় এবং কমিটির মেয়াদ উত্তির্ন হওয়ায় ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত করা হয়। স্বেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা এবং পৌর সহ সকল পর্যায়ের নেতাকর্মী দের বিএনপির সাথে সমন্বয় রেখে আন্দোলন সংগ্রামে কাজ করার নির্দেশনা দেয়া হয়। তাই জেলা উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের কোন পদপদবী বর্তমানে নেই। ঝালকাঠি জেলা বিএনপির আওতাধীন কাঠালিয়া উপজেলা বিএনপি’র কমিটি দ্বি-বার্ষিক কাউন্সিলে বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন প্রধান অতিথি, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন উদ্বোধক, সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন প্রধান বক্তা এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য রফিকুল ইসলাম জামাল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে কাউন্সিল সম্পন্ন করেন। কাঠালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিরন সিকদার এবং সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন নিজাম মীরবহর। সভাপতির মৃত্যুতে সিনি: সহ-সভাপতি মোঃ জালালুর রহমান আকন কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন। পুর্নাঙ্গ কাউন্সিলের পুর্বে কাঠালিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির মাধ্যমে উপজেলার ৬ টি ইউনিয়নে কাউন্সিল এর মাধ্যমে ইউনিয়ন বিএনপির কমিটি করা হয়। ৬ টি ইউনিয়নের পদপদবী তে থাকা কোন নেতৃবৃন্দ শাহজাহান ওমর এর সাথে আওয়ামী লীগ এ কথিত যোগদানে যায়নি। যাদের যোগদানের কথা বলা হচ্ছে তারা কখনোই দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলনা। তাহারা ব্যক্তি শাহজাহান ওমর এর সুবিধা ভোগী ব্যক্তির লোক। তাদের চলে যাওয়াতে দলের কোন ক্ষতি হবে না। বরং দল এখন ঝামেলা মুক্ত পরিচ্ছন্ন সাংগঠন হিসেবে অতীতের চেয়ে বেশী শক্তিশালী হবে।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news