পাঁচবিবিতে পানি নিষ্কাশনের রাস্তায় মাটি ভরাটে বাধা দেওয়ায় মারপিটের অভিযোগ


জুয়েল শেখ ,জয়পুরহাট :জয়পুরহাটের পাঁচবিবিতে গ্রামের পানি নিস্কাশনের রাস্তা মাটি দিয়ে ভরাট করা কালে বাধা দেওয়ায় মারপিটের অভিযোগ পাওয়া গেছে।রোববার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী কামাল উদ্দিন জানান, রতনপুর সরকারপাড়া গ্রামে বসবাসকারী লোক জনদের বাড়ীর পানি যাওয়ার রাস্তা বন্ধ করে পুকুর পাড় বাঁধেন ঐ গ্রামের জামাল সরকারের ছেলে নাদিম সরকার। ফলে আশেপাশের জমির ফসল নষ্ট সহ পানি যাওয়ার রাস্তা বন্ধ হওয়ার আশংকায় একই গ্রামের মৃত সাখায়াত সরকারের পুত্র কামাল উদ্দিন সরকার(৬৫) বাধা দিলে জামাল উদ্দিনের পুত্র নাদিম তাকে মারপিট করেন বলে অভিযোগ করেন।তবে নাদিম সরকার মারপিটের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কারো পানি যাওয়ার রাস্তা বন্ধ করিনি। মুল ড্রেনটি আমার পুকুর পাড় হতে দুরে ফলে পানি নিষ্কাশনে কোন সমস্যা হবে না।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news