কাউখালী মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ঋণ (চেক) বিতরণ


কাউখালি প্রতিনিধি : পিরোজপুর কাউখালী উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উদ্যোগে,ক্ষুদ্র ঋণ (চেক) বিতরণ করা হয়। রবিবার ৪ ফেব্রুয়ারি, ২০২৪ কাউখালী মহিলা বিষয়ক কর্মকর্তার আওতাধীন বিভিন্ন সময় ক্ষুদ্র ঋণ বিতরণে স্বাবলম্বী ও বেকারত্ব দূর করার লক্ষ্যে রবিবার, ৩ জনকে মোট=১,৭৫,০০০ হাজার টাকা (চেক) প্রদান করা হয়।উক্ত চেক প্রদান অনুষ্ঠানে সদস্য সচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।এসময় ৩ জন মহিলা সদস্যকে চেক প্রদান করা হয়।স্বাবলম্বী হতে ক্ষুদ্র ঋণের জন্য চেক যারা পেলেন- হাসি বেগম – ৫০ হাজার টাকা,সাথী বেগম-৭৫ হাজার টাকা, বুলু বেগম-৫০ হাজার টাকা।
প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে বলেন,সরকার স্বাবলম্বী ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ সহ ক্ষুদ্র ঋণ এর ব্যবস্থা গ্রহণ করেছেন, যাতে করে পুরুষের পাশাপাশি মহিলারাও ঋণ গ্রহণের মাধ্যমে পরিবারের সহযোগিতা করতে পারে, তিনি সকলের মঙ্গল কামনা করেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news