বাংলাদেশ সিলেট

সুনামগঞ্জে এক মাস পেরিয়ে গেলেও হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু হয়নি

IMG 20240116 132135
print news

আল হাবিব ,সুনামগঞ্জ : সুনামগঞ্জে প্রতি বছরই আগাম বন্যা থেকে হাওরের বোরো ধান রক্ষা করার জন্য নির্মাণ করা ফসল রক্ষা বাঁধ। এক মাস পেরিয়ে গেলেও এখনও সুনামগঞ্জে পুরোদমে শুরু হয়নি হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণের কাজ। ফলে দুশ্চিন্তা নিয়ে বোরোধান রোপন করছেন কৃষকরা। তাদের দাবি দ্রুত যেন হাওরের বাঁধের কাজ সমাপ্ত করা হয়।সুনামগঞ্জে প্রতি বছরই আগাম বন্যা থেকে হাওরের বোরো ধান রক্ষা করার জন্য নির্মাণ করা ফসল রক্ষা বাঁধ। গত ১৫ ডিসেম্বর এই জেলার ১২ উপজেলায় ১২৫ কোটি টাকা ব্যায়ে ৭৩৩ টি অংশে ৫৯১ কিলোমিটার বাঁধের কাজ শুরু হয়েছে । যে কাজের নির্ধারিত মেয়াদ দেওয়া হয়েছে ২৮ ফেব্রুয়ারি।তবে কাজ শুরু হওয়ার ১ মাস পেরিয়ে গেলেও বাঁধ নির্মাণ পুরো ধমে শেষ না হওয়ায় চিন্তিত হাওরের ৪ লাক কৃষক।

IMG 20240109 124501

কৃষকরা জানান, প্রতিবছর হাওরের বাঁধ নিয়ে কৃষকদের চিন্তিত থাকতে হয়। কোনো বছর ওই বাঁধের কাজ নির্ধারিত সময় শেষ হয়না ফলে আগাম বন্যায় হাওরের ধান নষ্ট হয়।এদিকে সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায় জানান, প্রতি বছর হাওরের বাঁধের কাজের অনিয়ম করা হয়, সেই সাথে নির্ধারওত সময়ে বাঁধের কাজ শেষ হয়না। এই বছর নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।আর পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানালেন,হাওরে পানি বিলম্বে নামায় বাঁধের কাজে সমস্যা হচ্ছে। তবে বেধে দেয়া সময়ের মধ্যেই কাজ শেষ হবে।সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন,আমরা মাঠে কঠোর তদারকি করব রাখছি কাজে কোনো ধরনের অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।চলতি বছর সুনামগঞ্জে ৪ লাখ কৃষক দুই লাখ ২৩ হাজার ২৪৫ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করেছেন। যেখান থেকে এই বছর ১৩ লাখ ৭০ হাজার ২০২ মেট্রিক টন ধান উৎপাদিত হবে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *