পাইকগাছায় আনন্দ মিছিল, এমপি রশীদুজ্জামান ৪ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মনোনীত


ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) : খুলনা-৬ পাইকগাছা কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে চারটি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় এবং জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এলাকার পরিবেশ বান্ধব উন্নয়নের কথা তুলে ধরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকায় আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, মোঃ রশীদুজ্জামান খুলনা-৬ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এ সংসদ সদস্যকে অনুমিত হিসাব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ ৪টি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। এদিকে গত মঙ্গলবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচনী এলাকার টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া সহ পোল্ডার অভ্যান্তরে লবণ পানি উত্তোলন বন্ধ করে মিষ্টি পানির পরিবেশ বান্ধব ফসল ও মৎস্য উৎপাদনের উপর এলাকার উন্নয়ন ও কর্মপরিকল্পনা সংসদে তুলে ধরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং সংসদ সদস্য রশীদুজ্জামানকে ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকালে পাইকগাছা উপজেলা সদরে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার চৌ-রাস্তা মোড়ে সংক্ষিপ্ত পথসভা করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, মুনছুর আলী গাজী, আওয়ামী লীগনেতা হেমেশ চন্দ্র মন্ডল, জিএম ইকরামুল ইসলাম, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, যুবলীগনেতা অহেদুজ্জামান মোড়ল সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক বজলুর রহমানের ব্যাপক গণসংযোগ
আসন্ন পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক বজলুর রহমান। তিনি ইতোমধ্যে পৌরসভা, উপজেলার কপিলমুনি, হরিঢালী, সোলাদানা, লস্কর, রাড়ুলী, গদাইপুর, চাঁদখালী ও গড়ইখালী সহ বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার, জনগুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে নির্বাচনী শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রভাষক বজলুর রহমান পেশায় একজন কলেজ শিক্ষক হলেও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
উল্লেখ্য, প্রভাষক বজলুর রহমান ১৯৮৯ সালের ৪ মে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসা ছাত্র সংসদ নির্বাচনে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। ২০০২-২০০৩ সালে খান সাহেব কোমর উদ্দিন ছাত্রাবাসের মনিটর নির্বাচিত সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু। ২০০৪ সালে এসএসসি পাস করার পরে পাইকগাছা কলেজে অধ্যায়নরত অবস্থায় তাকে পাইকগাছা পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এরপর ২০০৬ সালে পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যানরত অবস্থায় রোটার এ্যাক্ট ক্লাব অব সাতক্ষীরায় এক মিনিটের বক্তৃতায় ৩২ জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। এছাড়া সাতক্ষীরা সরকারি কলেজ ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপস্থিত বক্তৃতা ও নির্ধারিত বক্তৃতায় একাধিকবার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন। ২০১০ সালে পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠন হিসেবে শিবসা নন্দিনী সাহিত্য ও পাঠ চক্রের সাধারণ সম্পাদক মনোনীত হন। পরবর্তীতে শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। এছাড়া বজলুর রহমানকে ২০১৮ সালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মনোনীত করা হয়। পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দলনেতা হিসেবে কাজ করছেন তিনি। বর্তমানে সরদার আবু হোসেন কলেজের প্রভাষক (বাংলা) হিসেবে কর্মরত আছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যানের প্রতিদ্বন্দীতা করার জন্য তিনি গণসংযোগ ও মতবিনিময় করে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।
পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত বুধবার গভীর রাতে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে। এব্যাপারে থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে। উপজেলার ভৌরবঘাটা রামচন্দ্র নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিসসহ ৪টি শ্রেণী কক্ষের ১৩ টি তালা ভেঙ্গে অফিসের আসবাবপত্র, কাগজপত্র তছনছ, ২০ টি সিলিং ফ্যান, ২২টি পানির ট্যাব সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দাশ ঘটনাটি স্বীকার করে বলেন আমরা এব্যাপারে থানায় অভিযোগ করেছি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। এব্যাপাওে দ্রুত জড়িতদের গ্রেফতার করে ব্যবস্থা নেয়া হবে।
পাইকগাছায় গাঁজা সহ আটক-১
পাইকগাছা থানা পুলিশ গাঁজাসহ আমির সরদার(৩৮) নামে এক মাদক বিক্রেতা আটক করেছে। বুধবার বিকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের পিচেরমাথা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সুজিত ঘোষ জানান, বুধবার বিকালে গদাইপুর ইউনিয়নের পিচের মাথা বটতলা এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদ পাই। এ সময় ওই স্থানে অভিযান চালিয়ে ভিলেজ পাইকগাছার হোসেন সরদারের ছেলে আমির সরদার(৩৮) কে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে তার কাছে থাকা ৫০ গ্রাম (গাঁজা) মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, আটক ব্যক্তিকে বৃহষ্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news