মাদারীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মহিলাসহ আহত-২০


এইচ এম মিলন,মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে -মুচরে যায়। এতে কমপক্ষে আহত হয়েছে বাসের ২০ জন মহিলা ও পুরুষ যাত্রী। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হয়েছে। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কোন নিহতের ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানাগেছে, পৌর এলাকার ভুরঘাটা থেকে যাত্রী নিয়ে লোকাল বাস আমানত শাহ (সাতক্ষীরা, ব-০৯১) মাদারীপুরের উদ্দেশ্যে ছেরে যায়। পথিমধ্যে ঢাকা বরিশাল মহাসড়কের মুন্সিবাড়ি নামকস্থানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি রেইনট্রি গাছের সাথে ধাক্কা লাগে। এতে করে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে বাস চালক সোবাহান তালুকদার ও মনোয়ারা বেগমসহ ২০ জন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করে। অনেকে আবার সামান্য আহত হয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।পৌরসভার কাউন্সিলর আসাদুজ্জামান লাবু তালুকদার জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনার কবলে পড়েছে। আসলে বিষয়টি দুঃখজনক।উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ খোকন জানান, আমরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছি।এব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (তদন্ত) ওসি মাগরুব তৌহিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news