সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারী (শনিবার) রামগঞ্জ প্রেরক্লাব মিলনায়তনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলো প্রতিনিধি মোঃ কাউছার হোসেন। নির্বাচিত অন্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক নবচেতনা পত্রিকার প্রতিনিধি মনির হোসেন বাবুল, সহ-সভাপতি দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোঃ জাকির হোসেন পাটোওয়ারী, যুগ্ন-সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন, অর্থ সম্পাদক দৈনিক আমার সংবাদ রাজু হোসেন,দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের আলোর জহিরুল ইসলাম,সাংগঠনিক সম্মাদক পদে দৈনিক আজকালের খবর শাহ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তামজিদ হোসেন রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসানুজ্জামান, কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন সাকা, এমরান হোসেন পাটোওয়ারী, এমরান হোসেন রাজন, মাসুদ রানা মনি নির্বাচিত হয়েছেন।নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভূমি কর্মকর্তা মোঃ রাসেল ইকবাল,রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান, প্রিজাইডিং এর দায়িত্বে ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনোয়ার হোসেন,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। এসময় নির্বাচন কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম বাবুল (বাবর) ও রহমত উল্যাহ পাটোওয়ারী। সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোটগ্রহণের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত