কাউখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা


কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : শিক্ষাব্যবস্থাকে স্মার্ট করার জন্য কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। উন্নতশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দেশের সকল স্থানে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন হচ্ছে। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা প্রদান কার্যক্রম ও শিক্ষা গ্রহণের ব্যবস্থাকে স্মার্ট করার জন্য বিভিন্ন প্রদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৪নং চিরাপাড়া ৩১নং এম.ই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোঃ মনিরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, কাউখালীর সভাপতিত্বে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু । বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ ছাত্রলীগ সাবেক কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক বিশ্বজিৎ, প্রফেসার মোঃ ফখরুজ্জামান তালুকদার, কাজী মোসাউম্মে আম্বিয়া, সহকারী অধ্যক্ষ, মহানগর কলেজ, বরিশালসহ ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষকবৃন্দ ও বিভিন্ন স্তরের সামাজিক ব্যক্তিবর্গ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news