ভালোবাসা দিবসে কাদঁছেন রায়হান : ভাড়া বাসায় ওঠা হলোনা বউ নিয়ে : পালিয়েছে মামা শ্বশুরের সাথে


বরিশাল অফিস : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দির কালিদাসিয়া গ্রামে আপন ভাইগ্না বউকে নিয়ে পালিয়েছে চরামদ্দি ইউনিয়নের মৃত হোসেন আলী খানের পুত্র মাসুদ রানা খান ওরফে মাসুদ খান। এ বিষয়টি মানতে পারছেন না রায়হান। তার সাথে কথা বলতেই কান্নায় ভেঙ্গে পরেন। ভালোবাসা দিবসে বউকে নিয়ে ভাড়া বাসায় ওঠার কথা ছিল । সে স্বপ্ন পুরন হয়নি রায়হানের।
স্থানীয় সুত্র জানিয়েছে, কালিদাসিয়া গ্রামের বাবুল মীরার পুত্র রায়হান তার স্ত্রী আসমাকে নিয়ে সুখ শান্তিতেই বসবাস করে আসছিল। ২০২২ সালের ২১ ফেব্রুয়ারী বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের নিলু সিকদারের মেয়ে আসমাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে আসমাকে নিয়ে ভালো ভাবেই দিন যাচ্ছিল রায়হান -আসমা দম্পতির। রায়হান নাটোরে কর্মরত রয়েছেন। গ্রামে তার নিজ বাড়িতে স্ত্রী আসমা বসবাত করতেন। রায়হান বাড়িতে না থাকার সুযোগে বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের কালিদাসিয়া গ্রামের মৃত হোসেন আলী খানের পুত্র মাসুদ খান ওরফে মাসুদ রানার লোলুপ দৃষ্টি পরে আপন ভাইগ্না বউ আসমার ওপর। পরকিয়ায় জড়িয়ে পরেন মাসুদ খান ও আসমা।
রায়হান তার স্ত্রীকে নাটোরে নিয়ে যাওয়ার জন্য বাসা ভাড়াও করছিলেন। ভালোবাসা দিবসে নতুন বাসায় উঠবেন তারা। রায়হানের সেই স্বপ্ন দুঃস্বপ্নের রূপ নিল। তার স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে মামা শ্বশুরের সাথে পালিয়েছেন। রায়হান যখন তার স্ত্রীকে ভাড়াটে বাসায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে ঠিক তখনি সুযোগ বুঝে মাসুদ খান ওরফে মাসুদ রানা আপন ভাইগ্না রায়হানের স্ত্রী আসমাকে নিয়ে পালিয়ে গেছে। স্ত্রী আসমা পালিয়ে গিয়ে স্বামী রায়হানকে তার মামার ফোন দিয়ে ফোন করে পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয়রা জানান, মাসুদ খান তার আপন ভাইগ্না বউকে নিয়ে পালিয়েছে। এ ঘটনাটি সবাই জেনে গেছে। বিষয়টি টক অব দ্যা ইউনিয়নে পরিনত হয়েছে। তিনি জানান, বিষয়টি দুঃখ জনক ও একটি বাজে দৃষ্টান্ত সৃষ্টি করেছে মাসুদ খান।
এ ব্যাপারে,স্থানীয় সাবেক ইউপি সদস্য নান্না খান জানান, মাসুদ খান তার আপন ভাইগ্না বউকে নিয়ে পালিয়েছে। এ ঘটনাটি দুঃখ জনক ।
এ ব্যাপারে রায়হান জানান, আমি বরিশালে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের নিলু শিকদারের মেয়ে আসমাকে বিয়ে করেছিলাম। আমি বাড়ি না থাকার সুযোগে আমার স্ত্রী আসমার সাথে আমার আপন মামা মাসুদ খানের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পরে। আমার মামা মাসুদ খান যে কাজটি করেছে সেটি খুবই খারাপ কাজ করেছে। আমি এ বিষয় থানায় সাধারন ডায়েরী করেছি।
স্থানীয় লোকজন জানান, মাসুদ খান ওরফে মাসুদ রানা মাদকাসক্ত ও মাদককারবারী হওয়ায় তার সাবেক স্ত্রী মাসুদ খানকে ডিভোর্স প্রদান করে।
উল্লেখ্য, মাসুদ রানা খান ওরফে মাসুদ খান চরামদ্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news