রয়টার্স: গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইসরাইল ও মধ্যস্থতাকারীদের মধ্যে একটি আলোচনা শুরু হবে আজ। কাতারের দোহায় অনুষ্ঠিত এ আলোচনায় ইসরাইলের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া।শনিবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে আলোচনার সঙ্গে জড়িত ঘনিষ্ঠ একটি সূত্র।সূত্রটি জানিয়েছে, মোসাদপ্রধান ডেভিড বার্নিয়া কাতারের প্রধানমন্ত্রী ও মিসরীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনায় বন্দিদের মুক্তি এবং মানবিক সহায়তাসহ ইসরাইল ও হামাসের মধ্যে চলমান অন্যান্য দ্বন্দ্ব নিয়ে কথা বলবেন।তবে যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে ইসরাইলি কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।এর আগে শুক্রবার ইসরাইল ঘোষণা দিয়েছিল, যুদ্ধবিরতি আলোচনার জন্য তারা কাতারে একটি প্রতিনিধিদল পাঠাবে। তবে কখন এই প্রতিনিধিদল পাঠানো হবে সে সময় বিস্তারিত কিছু জানায়নি তারা।আলোচনার আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সরকারের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠক আহ্বান করবেন বলে ধারণা করা হচ্ছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত