রাঙ্গাবালীতে ধসে পড়লো নির্মাণাধীন স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ


পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে নির্মাণাধীন ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঢালাইয়ের সময় ছাদের বারান্দার অংশ ধসে পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনায় উপজেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন। জানা যায়, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণ করছে প্রাইম কনস্ট্রাকশন নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ কোটি টাকা। গত ২০২৩ সালের জুলাই মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শুরু করেন।প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকেরা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের ঢালাইয়ের কাজ করছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছাদের বারান্দার অংশ ঢালাই দেয়া হচ্ছিলো। তখন বারান্দার অংশের ছাদ বিকট শব্দে ধসে নিচে পড়ে যায়। এসময় শ্রমিকেরা আতঙ্কিত হয়ে দূরে সরে যায়।
বিজ্ঞাপন
তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা তৌফিকুর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ওই ছাদের পুরো আয়তন প্রায় ১১ হাজার বর্গফুট। এরমধ্যে মূল ভবনের সামনের প্রোর্চের অংশ ২২ বর্গফুট বাই ৮ বর্গফুট। শ্রমিকেরা দ্রুত কাজ শেষ করতে চেয়েছিলেন। তাকে না বলেই বারান্দার প্রোর্চের অংশে ঢালাই দেয়া শুরু করেন তখন এই দুর্ঘটনা ঘটে। কিন্তু এদিন ঐ অংশ ঢালাইয়ের শিডিউল ছিল না। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢালাই দেয়ার পরপরই কেন ছাদ পড়েছে, তা তদন্ত করতে উপজেলা প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন দেয়ার পর মূল ঘটনা সম্পর্কে জানা যাবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়