কাবা শরিফের মসজিদের ওপর থেকে লাফ দিলেন মুসল্লি


ইত্তেহাদ নিউজ ডেস্ক : সৌদি আরবের মক্কার কাবা শরিফের মসজিদের ওপরতলা থেকে লাফিয়ে পড়লেন এক মুসল্লি।মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মক্কা অঞ্চলের নিরাপত্তা কর্তৃপক্ষ।আহত মুসল্লিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।এ ঘটনায় কাবার নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী তদন্ত শুরু করেছে। তারা আহত ওই মুসল্লির পরিচয় প্রকাশ করেনি।সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’এ কর্তৃপক্ষ ঘটনাটি সম্পর্কে বিস্তারিত না জানিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে।২০১৭ সালে একজন সৌদি নাগরিক কাবার সামনে নিজে শরীরের আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু নিরাপত্তা বাহিনী তাকে বাধা দেয়।
২০১৮ সালে তিনটি পৃথক আত্মহত্যা সংক্রান্ত ঘটনা ঘটেছে। জুনের শুরুতে মসজিদের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন এক ফরাসি নাগরিক। ওই ঘটনার এক সপ্তাহ পর একই কায়দায় আত্মহত্যা করেন এক বাংলাদেশি। সে বছরের আগস্টে এক সৌদি নাগরিক কাবা শরিফের মসজিদের ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
সূত্র: খালিজ টাইমস
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়