মোঃ জিয়াউল ইসলাম,পাথরঘাটা : বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
গতকাল মঙ্গলবার কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব আশ্রাফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে ওই বদলির নির্দেশ দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে দেওয়া চিঠিতে বলা হয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য ও সুপারিশের ভিত্তিতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনকে অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে প্রত্যাহার করে একজন উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত