আমরা সমস্যা সমাধানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি: বরিশালে ব্যারিস্টার ফুয়াদ


বরিশাল অফিস : ড.ইউনুস ও তারেক রহমানের সাথে বৈঠকে সরকার ও বিএনপির মাঝে সৃষ্ট দুরত্ব দুর হবে, তবে নির্বাচনের তারিখের হেরফের হবেনা বলে মনে করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে একটি সিরিয়াস বিরোধী দল দরকার।
বৃহস্পতিবার (১২ মে) রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, দলের আকার ও সক্ষমতা বিবেচনায় আগামী নির্বাচনে এবি পার্টি এককভাবে নির্বাচন করলে ৩৫ থেকে ৫০ টি আসনে প্রার্থী দেবে। সেজন্য দলের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে উপস্থিত ছিলেন সাংবাদিক এম আর প্রিন্স,মামুনুর রশীদ নোমানী,শহিদুল্লাহ সুমন,বিপ্লব রহমানসসহ ক্লাবের সদস্যরা।এছাড়া এবি পার্টির বরিশাল জেলা ও মহানগরের নেতৃববৃন্দ উপস্থিত ছিলেন।
জোটের পক্ষে রাজনীতি এখনো শুরু হয়নি জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিএনপি ঘোষণা করেছে তারা ক্ষমতায় গেলে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করবে। আমরা এ ধরনের সরকারে যোগ দেওয়ার পক্ষে নই।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিরোধী দল কে হবে, তাকে সংসদে জবাবদিহিতা কে করবে? ২৭০/৮০ সিট মিলে একটি সরকারি দল হয়ে যায়। তারা দলেরও ক্ষতি করে দেশেরও ক্ষতি করে।
আমরা মনে করি, বাংলাদেশের রাজনীতিতে একটি সিরিয়াস বিরোধী দল দরকার। সেটা বিএনপির পক্ষ হয়ে নয়। সংসদে ক্রেডিবল অপজিশন না থাকলে সংসদ ফাংশনাল হবে না।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, যার বিরুদ্ধে মামলা নেই, সংবিধানে তার রাইট (অধিকার) বলে দেওয়া আছে, এই ভূমি থেকে স্বাধীনভাবে বের হয়ে যেতে পারবেন, আবার ঢুকতেও পারবেন। বাধা দেওয়া যাবে না। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা করার কোন ইস্যু থেকে থাকলে সেটা ইনভেস্টিগেশন করা হোক, সেটা রাষ্ট্র দেখবে।
সরকারি খরচে সড়ক নির্মাণের বিষয়ে এই রাজনীতিবিদ বলেন, বলেন, দেশের একটি সরকারি রাস্তা করতে প্রতি কিলোমিটারের জন্য ৮৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। একটি আন্তর্জাতিক মানেরও যদি রাস্তাও করা হয়, তবুও সর্বোচ্চ ৩০ লাখ টাকার বেশি খরচ হবে না।
তিনি বলেন, ৫৪ লাখ টাকা চুরি করার সুযোগ দেওয়ার পরেও রাজনৈতিক ঠিকাদাররা একটি কাজ ঠিকমতো করেন না। সব ঠিকাদাররাই রাজনৈতিক দলের, কোনো পেশাদার ঠিকাদার নেই। বাংলাদেশকে একটি জীবন্ত জাহান্নামে পরিণত করার সকল আয়োজন চলছে রাজনৈতিক ব্যানারে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।