অনলাইন ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই ‘একমাত্র সমাধান’ হিসেবে দেখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘তাকে হত্যা করলেই দুই দেশের মধ্যে সংঘাতের অবসান ঘটবে।’
সোমবার (১৬ জুন) যুক্তরাষ্ট্র-ভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক এবিসি নিউজের সংবাদদাতা জোনাথন কার্লকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে তাকে এই পদক্ষেপ না নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
নেতানিয়াহু যুক্তি উপস্থাপন করে বলেন, ‘আয়াতুল্লাহ আলী খামেনি একজন আধুনিক হিটলার। তাকে লক্ষ্য করে হামলা চালালে (হত্যা করলে) ইরান ও ইসরায়েলের মধ্যেকার এই সংঘাত আরও বাড়াবে না, বরং অবসান ঘটবে।’
ইসরায়েল খামেনিকে লক্ষ্যবস্তু করবে কি না জানতে চাইলে তিনি জানান, তার দেশ ‘যা করা উচিত তাই করছে’। ইরানের সরকার ট্রাম্প ও তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল বলেও অভিযোগ করেছেন নেতানিয়াহু। তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান।
খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় ট্রাম্পের ভেটো দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘না, বরং এটি সংঘাতের অবসান ঘটাবে। এই শাসকগোষ্ঠী (ইরান) মধ্যপ্রাচ্যের সকলকে আতঙ্কিত করে অর্ধ শতাব্দী ধরে সংঘাত ছড়িয়ে রেখেছে; সৌদি আরবের আরামকো তেলক্ষেত্রে বোমা হামলা চালিয়েছে; সর্বত্র সন্ত্রাসবাদ, নাশকতা এবং নাশকতা ছড়িয়ে দিচ্ছে।’
ইরান ‘চিরকাল যুদ্ধ’ চায় উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করেছি। এটি মূলত হিটলারের পারমাণবিক দল। রানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করার জন্য নিজেদের স্বার্থেই ইসরায়েলকে সমর্থন করা উচিত।’
তিনি কার্লকে বলেন, ‘আজ তেল আবিব। আগামীকাল নিউ ইয়র্ক। দেখুন, আমি ‘আমেরিকা ফার্স্ট’ বুঝি। ‘আমেরিকা মৃত’ বুঝি না। এই লোকেরা এটাই চায়। তারা ‘আমেরিকার মৃত্যু’ স্লোগান দেয়। তাই আমরা এমন কিছু করছি যা মানবজাতির, মানবতার সেবায় এবং মন্দের বিরুদ্ধে ভালোর লড়াই। আমেরিকা ভালোর সঙ্গে আছে, থাকা উচিত এবং দাঁড়ায়। প্রেসিডেন্ট ট্রাম্প তাই করছেন। আমি তার সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ।’
ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনও ইরান শত্রুতা বন্ধ করা ও পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু করতে চাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার জন্য আমেরিকার সামরিক সহায়তার বিরোধিতাকারী কিছু রিপাবলিকান, যার মধ্যে ভাষ্যকার টাকার কার্লসনও রয়েছেন, নেতানিয়াহু বলেন, ইরান ‘সমগ্র বিশ্বের জন্য হুমকি’।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত