অনলাইন ডেস্ক : ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরশেবা শহরের সোরোকা মেডিক্যাল সেন্টারে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান।
জাতিসংঘে ইরানি মিশনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের অভিযোগ “মিথ্যা ও ভিত্তিহীন” এবং ইরান এই দাবি “স্পষ্টভাবে প্রত্যাখ্যান” করছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের হামলাগুলো ছিল “সুনির্দিষ্ট” এবং কেবলমাত্র সেইসব স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছে, যেগুলো “ইরানের ওপর ইসরায়েলের আগ্রাসনে সরাসরি জড়িত ও সহায়তাকারী” ছিল।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্বীকার করেন, ইসরায়েলি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো বিস্ফোরণের কারণে হাসপাতালের কিছু "সামান্য ক্ষতি" হয়েছে।
অন্যদিকে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে সোরোকা হাসপাতালের ওপর ইচ্ছাকৃত হামলার অভিযোগ এনেছে। ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শারেন হাসকেল এই হামলাকে "ইচ্ছাকৃত" এবং "অপরাধমূলক" বলে উল্লেখ করেছেন।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ইরানের হামলায় মোট ২৭১ জন আহত হয়েছেন। এর মধ্যে সোরোকা মেডিক্যাল সেন্টারে হামলার ঘটনায় আহত হয়েছেন ৭১ জন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত