চাঁদার টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতাকে হাতেনাতে ধরল সেনাবাহিনী


ইত্তেহাদ নিউজ,ঢাকা : রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ ২ এলাকায় অভিযান চালিয়ে চাঁদার টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
রোরবার (১৩ জুলাই) বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, গতকাল শনিবার আনুমানিক রাত ৮টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ ২ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে চাঁদা আদায়ের টাকাসহ ২ জন চিহ্নিত চাঁদাবাজ হাতেনাতে গ্রেপ্তার হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইসমাইল হোসেন বাবু এবং তার সহযোগী শেখ সাইফুল ইসলাম।
জানা গেছে, মো. ইসমাইল হোসেন বাবু খিলক্ষেত থানার ৯৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব। দীর্ঘদিন ধরে তিনি ও তার সহযোগী সাইফুল ইসলাম ব্যবসায়ী ও পথচারীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।